Wednesday, November 8, 2006

আমার সারাটা দিন, মেঘলা আকাশ বৃষ্টি........

আমার সারাটা দিন, মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম

শুধু শ্রাবণ সন্ধাটুকু তোমার কাছে চেয়ে নিলাম।

আমার সারাটা দিন, মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম

হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাশিতে কাণ পেতে থাকি

তাকেই কাছে ডেকে মনের আইঙ্গনা থেকে, বৃষ্টি তোমাকে তো ফিরিয়ে দিলাম

আমার সারাটা দিন, মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম

তোমার হাতেই হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা

চেয়েছি পেতে যাকে, চাইনা হারাতে তাকে বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম

আমার সারাটা দিন, মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম

শুধু শ্রাবণ সন্ধাটুকু তোমার কাছে চেয়ে নিলাম

আমার সারাটা দিন, মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম

Tuesday, November 7, 2006

Welcome to my blog. আমার ব্লগে আপনাদের স্বাগতম।

সুপ্রিয় বন্ধুগন........
আস্‌‍সালামু আলাইকুম
আজ আমি এই ব্লগ এর কার্যক্রম শুরু করলাম।
এর উদ্দেশ্য হলো- জানার পরিধি বৃদ্ধি করা।
আর উদ্দেশ্য সফল করার জন্য প্রয়োজন সকলের সহযোগিতা।
আশা করি, আপনাদের সকলের সহযোগিতা পাবো।
....এডমিন