Sunday, December 3, 2006

নতুন দিনের অভিবাদন....

ছন্দা.....
নতুন দিনে মন পেয়ালায়
উথলে উঠুক উচ্ছলতায়।

ঝাপিয়ে উঠুক দু'কুল বেয়ে
সকল জরা ছিন্ন করে।

ক্লান্ত হিয়া হোক চঞ্চল
প্রিয়ার কেশের গন্ধে যেমন।

ভুলিয়ে দিক কষ্ট সকল
প্রিয়াকে না পাওয়ার মতন।
রাফিদ

1 comment:

Anonymous said...

সুন্দর কবিতা........
এটা দিয়ে কি ছন্দাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন??