Friday, December 15, 2006

Favorite Verse- 2 / পছন্দের পংক্তিমালা- ২

দেখিনু সেদিন ফুল বাগিচায় ফাগুন মাসের উষায়

সদ্য ফোটা পদ্ম ফুলের লুটিয়ে পরাগ ভূষায়,

কাঁদছে ভ্রমর আপন নয়নে সে,

হঠাৎ আমার পড়ল বাধা কুসুম চয়নে যে,

কইনু "হাঁ ভাই ভ্রমর! তুমি কাঁদছ সে কোন দুখে

পেয়েও আজি তোমার প্রিয় কমল কলির বুকে?"

রাঙিয়ে উঠে কমল-বালায় অশ্রু-ভরা চুমোয়

বললে ভ্রমর,- "ওগো কবি, এইতো কাঁদার সময়।

বাঞ্চিতারে পেয়েই তো আজ এত দিনের পরে

ব্যথা-ভরা মিলন সুখে অঝোর ঝরা ঝরে।"

-হাফিজ শিরাজী

2 comments:

Anonymous said...

Attention please.

Are you trying to wirte bangla.....
Its not visible from my pc.

bye
Joy

Anonymous said...

hello...yes u r right n i can read fm my mobile. it is an bangla translation of verse of hafiz. nice poem.